“ঠাকুরগাঁও জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা”

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ কমিটি বিলুপ্তির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতা কর্মীরা।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন, দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে নতুন করে দলের কমিটি ঢেলে সাজানো হবে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব তাড়াতাড়ি আবার নতুন কমিটি করা হবে, যেন নতুন উদ্যমে কাজ করা যায়। ত্যাগী কর্মীদের কমিটিতে থাকার বিষয়ে আশা দেখছেন তৃনমূলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *