ময়মনসিংহের ভালুকা উপজেলায় নাইম সরকার নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে যৌথবহিনী।
বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাইম সরকার হবিরবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামের জাফর সরকারের ছেলে।
জানা যায়, রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী নাইম সরকারকে গ্রেফতার করে যৌথবাহিনী। ভালুকা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে ভালুকা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন