ফিরোজপুর জেলার স্বরূপকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে হাহা রিয়েক্ট দেয়ায় ঘটনায় তিন ছাত্রদল কর্মীকে পিটিয়ে যখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।
ছাত্রদল কর্মী সিয়াম বলেন জুলহার গ্রামের ছাত্রলীগ কর্মী রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট দেয় ওই ছবিতে আমরা হাহা রিঅ্যাক্ট দেই, সে কারণে রোববার সকালে জুলেখার বাজারে, রিয়াদ, সোহা্ শহিদুল, ফারজু সহ ১০-১২ জন ছাত্রলীগ কর্মী লোহার রড দিয়ে আমাদের পিটিয়ে যখম করে।
এ ব্যাপারে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি, এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আসাদুজ্জামান বলেন সিয়াম ও হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন