গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি ঘোষণা খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স।
বিভিন্ন দেশের ঘরোয়া লীগ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজন করা হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। কিন্তু এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। তবে এবার পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্ট আনছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স।
বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়ার কথা ছিল ফরচুন বরিশালের। তবে ফ্রাঞ্চাইজি রাজি না থাকায় সেমিফাইনালে যাওয়া রংপুর রাইডার্সকে পাঠানো হচ্ছে গায়ানার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। আগামী ২৬ নভেম্বর শুরু হবে টুর্নামেন্টটি।২৭ নভেম্বর মাঠে নামবে রংপুর রাইডার্স।
প্রথম ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট