ঠাকুরগাঁও জেলা শহরের বড় মাঠে বাংলাদেশ সংখ্যালঘু ছাত্র-জনতার ব্যানারে চিন্ময়ী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ঐ সেনা কর্মকর্তা হলেন ঠাকুরগাঁও জেলায় দায়িত্বরত ৭ বীর এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান।
এ ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি বলে জানা গেছে। সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে ১৫ থেকে ১৬ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, সনাতনী ধর্মাবলম্বীদের আজকের কর্মসূচি পালনে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি ছিল না।