চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুর মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সাতমাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেটি মাহিগঞ্জ থানা মোড় হয়ে মাহিগঞ্জ বাজার শহীদ মিনারে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সমাবেশে নেতৃত্ব দেন রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।
উল্লেখ্য, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।