রংপুরে সর্বজনীন সহাবস্থান ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রংপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা পুলিশের উদ্যোগে সর্বজনীন সহাবস্থান ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব আল্লামা বায়েজিদ হোসেন, রংপুর জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মোস্তাক আহমেদ, রংপুর জেলা বিএনপি সদস্য কাজী খয়রাত, রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ ইমতি, রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ইয়াসির আরাফাত, রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডু, রংপুর মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত সরকার, রংপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক উত্তম সাহা। রংপুর ইসকন সদস্য প্রদীপ বাবু প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা হলো ধর্ম, জাতি, গোষ্ঠী বা মতাদর্শের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে। এটি একটি বৈষম্যমূলক এবং ক্ষতিকর প্রক্রিয়া যা সমাজে বিভেদ, সহিংসতা এবং অস্থিরতা সৃষ্টি করে। সাম্প্রদায়িকতা সমাজের জন্য একটি বড় হুমকি।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে আমরা মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই। তাই আমরা এই দেশে সকলে এক সঙ্গে বসবাস করবো। এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সম্প্রতি পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করতে একটি মহল অপপ্রয়াস চালাচ্ছে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের অহিংসার ধর্মের মধ্যে কুচক্রী মহল হিংসা ছড়াচ্ছে। শান্তি সম্প্রীতির বাংলাদেশে কোনো অরাজকতার স্থান হতে পারে না। দেশদ্রোহীর মধ্যে যারা জড়িত থাকবে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
বক্তারা বলেন, ২৪ এর বিপ্লব বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। যাতে ভবিষ্যতে আর কেউ বিপ্লবমুখী না হয়। আমাদের ভারতের দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে। বিগত সরকারের আমলে ৮ দফা দাবি নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানববন্ধন, অনশন, স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে। কিন্তু সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। রংপুর বিভাগীয় সম্মেলনে সাধু সন্তোষদের উপস্থিতির কারণে জনসমাগম বেশি হয়েছিল। সম্প্রতি যে সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।