রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্বে করেন রংপুর মহানগর জাপার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা।
রোববার বিকেলে রংপুর মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। এ সময় মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলামসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নেতাকর্মীরা নাম প্রস্তাব করেন। পরবর্তীতে সবার সম্মতিতে নামগুলো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা যায়। তবে এখন পর্যন্ত নামগুলো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।