নগরীর ব্যস্ততম এলাকা রংপুর প্রেসক্লাব কমপ্লেক্সের তৃতীয় তলায় ৭টি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে কোটি টাকা মূল্যের মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে। ঘটনার পর দুপুরে প্রেসক্লাব কমপ্লেক্সের ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে নগরীর প্রধান সড়ক অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
প্রকাশ্যে দিবালোকে মার্কেটের দোকানের তালা ভেঙে কোটি টাকার মোবাইল ফোন লুট করার ঘটনায় নগরীজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীরা জানান, রংপুর প্রেসক্লাব কমপ্লেক্সের তৃতীয় তলার অধিকাংশই মোবাইল ফোনের দোকান সকাল ১০ পর খোলা হয় না। মার্কেটের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৪ থেকে ৫ সদস্যের দুর্বৃত্ত মুখে মাস্ক পড়ে মার্কেটের তৃতীয় তলার শেখ টেলিকমের ৪টি দোকান- ইউনিক টেলিকমের একটি, রিং বার্ট টেলিকমের একটি এবং রাইয়ান টেলিকমের একটিসহ মোট ৭টি দোকানের সাঁটারের তালা ভেঙে দোকানে ঢুকে বিভিন্ন ব্রান্ডের দামীদামি কোম্পানির মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের ডিসি ক্রাইম সিবলী কায়সারসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে