লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে জেলার পৃথক পৃথক স্থান থেকে ১৩২ বোতল ফেন্সিডিলসহ মোট ০৩ জনকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় লালমনিরহাট জেলাস্থ কালিগঞ্জ থানা এবং আদিতমারী থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ১৩২ বোতল ফেন্সিডিল ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল সহ মোট ০৩ জনকে গ্রেফতার করা হয়।আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এছাড়াও লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চলমান রয়েছে।