চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী নিহতের প্রতিবাদে ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার দুপুরে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে তারাগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে সংগঠনের আহ্বায়ক মো. আল আমিন হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিল শোক র্যালিটি তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে বের হয়ে নতুন চৌপতি, পুরাতন চৌপতি, তারাগঞ্জ বাজার, ব্যাংকের মোড় প্রদক্ষিণ শেষে আবার কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।