রংপুর জেলা ডিবি’র ইন্সপেক্টর জনাব মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ জনৈক আরিফুল ইসলামের হার্ডওয়্যার দোকানের সামনে কালীগঞ্জ টু রংপুরগামী পাকা রাস্তার উপর কাকিনার দিক থেকে আসা একটি অটোবাইক আটক পূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে অভিযুক্ত অটোচালক ১। মোঃ ইছা মিয়া (৪৮), পিতা-মোঃ মিয়া উল্লাহ, সাং- প্রাণকৃষ্ণ এবং সহযোগী ২। মোঃ রফিকুল ইসলাম (২২), পিতা-মোঃ আবুল হোসেন, সাং- অনন্তপুর বালাবাড়ি, উভয়ের থানা- ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রামদ্বয়ের হেফাজতে
অটোবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় লাল পলিথিনে মোড়ানো দুইটি প্যাকেটের ভিতর (৪+৫.১)= ৯.১ কেজি বা ৯ কেজি ১০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে। অতঃপর অভিযুক্তদ্বয়কে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।