সহকারী হাইকমিশনে হামলা, রংপুরে বিএনপির বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
পরে জাহাজকোম্পানী মোড়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ-উন- নবী ডনসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সু-সম্পর্ক রয়েছে। কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা অভিযোগ এনে ভারতের অনেকে সেই সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে আগরতলায় থাকা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর করা হয়েছে। গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশের জনগণ ভারতে এমন আচরণ সহ্য করবে না। ভবিষ্যতে দেশবিরোধী কোন কর্মকাণ্ড হলে বাংলাদেশের মানুষ তার সমুচিত জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *