রংপুরে বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

রংপুর জেলা তাবলীগ জামাত (সাদপন্থী)-এর উদ্যোগে বিভিন্ন দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে সংগঠনটির রংপুর জেলার জিম্মাদার মোজাফফর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক ও রংপুর স্টেডিয়ামস্থ সেনাক্যাম্পে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এ সময় সাদপন্থীরা বলেন, যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসতে পারেন না। বিগত ৭ বছর যাবত মাওলানা জুবায়েরপন্থীরা নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের মূলধারার সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারপিট, হত্যা ও জুলুম-নির্যাতন এবং কুৎসা রটনা ও অপপ্রচার করছেন। এসব বন্ধের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার তাবলীগ জামাতের মুরুব্বী মাওলানা মাজহারুল ইসলাম, প্রফেসর সিরাজ, প্রফেসর সাদ, ইঞ্জিনিয়ার সুলতান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৭, ৮ ও ৯ জানুয়ারি ২০২৫ তারিখ টঙ্গীতে তাবলীগ জামাত সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। উক্ত বিশ্ব ইজতেমায় দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *