‘পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। তাদের এ ষড়যন্ত্র কোনো দিনও সফল হতে দেব না। ভারতের এ ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের শামিল বলে মনে করি। আমরা প্রয়োজনে ৫ আগস্টের মতো আবারো রক্ত দেব, যুদ্ধ করব। তবুও কারো কাছে মাথানত করব না।’
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর ভুবন মোহন পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাদীঘির মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে আবার ভুবন মোহন পার্কে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে পার্কে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহিন শওকত। বিএনপির রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুনুর রশিদ মামুন।
সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন