নীলফামারীর সৈয়দপুরে বিএনপির আয়োজনে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে সৈয়দপুর শহরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় এ কোরআনখানি ও দোয়া মাহফিল শুরু হয়। বিকেল ৫টার দিকে দোয়া মাহফিল শেষ হয়।
এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সদস্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন উপস্থিত ছিলেন। এছাড়াও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর সাংগঠনিক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু উপস্থিত ছিলেন