কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় সোলায়মান আলী (৬০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী আঞ্চলিক মহাসড়কের সড়কের নাগেশ্বরী মুক্তিযোদ্ধা সংসদের সামনের রাস্তা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান আলী নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং স্থানীয় আদর্শ লাইব্রেরির মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোলায়মান আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভূরুঙ্গামারী থেকে পাথরবোঝাই একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
রায়গঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন