মেসির রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় ডি মারিয়া

আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে ক্লাব ফুটবলে এখনো আলো ছড়াচ্ছেন তিনি। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলছেন এ তারকা। যেখান থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভেঙেছেন সতীর্থ লিওনেল মেসির এক উল্লেখযোগ্য রেকর্ড।
চ্যাম্পিয়ন্স লিগে এতদিন সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন লিওনেল মেসি। তার অ্যাসিস্ট সংখ্যা ছিল ৪০। চলমান আসরে দুইটি অ্যাসিস্ট করে ডি মারিয়া এ তালিকায় মেসিকে টপকে গেছেন। বর্তমানে তার অ্যাসিস্ট সংখ্যা ৪১।  

ডি মারিয়ার সামনে এখন রয়েছেন দুই ফুটবল কিংবদন্তি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও রায়ান গিগস। উভয়েই ৪২টি অ্যাসিস্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। ডি মারিয়ার বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে, রোনালদোর রেকর্ড স্পর্শ করা তার জন্য সময়ের ব্যাপার মাত্র।  
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর ক্লাব ফুটবলে নতুন উদ্যমে খেলছেন ডি মারিয়া। ঘরোয়া লিগে বাইসাইকেল কিকে গোলসহ হ্যাটট্রিক করেছেন সম্প্রতি। চ্যাম্পিয়ন্স লিগেও তার ফর্ম নজর কাড়ছে।  
মেসি এবং রোনালদো এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন না। তারা নিজ নিজ লিগে মনোনিবেশ করেছেন। ফলে ডি মারিয়ার সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ অ্যাসিস্টকারী হিসেবে নিজের নাম তুলে ধরার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *