জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের বিক্ষোভ

সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত চট্টগ্রাম বারের সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ ও আদালতের আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী।
মিছিল শেষে আদালত প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শীর্ষ আইনজীবী হত্যার বিচার দাবি করেন। তারা বলেন, আইনজীবীদের ওপর আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় আইনজীবীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *