“চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর ২০২৪ এর নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা নিশ্চিত করেন।
মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ৩৬ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ০৩ জনকে অপেক্ষমাণ রাখা হয়।উক্ত অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সম্মানিত অবিভাবক’গণ উপস্থিত ছিলেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।