লালমনিরহাটের পাটগ্রামের হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. নাজিমুল ইসলাম খানের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সিদরাতুল মুনতাহাসহ ৮ থেকে ১০ জন ছাত্রী প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সময়ই ৯ম ও ১০ম শ্রেণির ছাত্রীদের সঙ্গে অশোভনীয় আচরণ করতেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজিমুল ইসলাম খান। আজ এর প্রতিকার চেয়ে সিদরাতুল মুনতাহাসহ ৮ থেকে ১০ জন ছাত্রী প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন।
এদিকে, প্রধান শিক্ষক বিষয়টি প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলামকে অবগত করেন। পরে এ ঘটনার তদন্তে ইউএনও ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেন।