আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি লালমনিরহাট এর উদ্যোগে জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের নেতৃত্বে গত ২৬ নভেম্বর চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন জেলা আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান