লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় গরুসহ ৬ কারবারী আটক

আজ ২৭/১০/২০২৪ইং ভোর ৩:৪৫ মিনিটে  ১৫/ডি কোম্পানি, লোহাকুচি বিওপি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) টহল কমাঃ জেসিও নং- ১০৬০০ নাঃ সুবেদার মোঃ শফিকুল ইসলাম, নিয়মিত টহল দল  সাথে ১১ জন নিয়ে টহল পরিচালনার সম মেইন পিলার ৯২১ হতে আনুঃ ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহিষতুলি নামক স্থানে- যাহার জিআর নং-৩৯২৭৬৯ ম্যাপ সীট নং-৭৮ এফ/৮ ,এর কাছ থেকে বাংলাদেশি ০৬ জন গরু পাচারকারীকে আটক করেছেন। এই গরু পাচারের সাথে সাথে ভারত সীমান্ত দিয়ে অবৈধ মাদকদ্রব্য নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে সাপ্লাই করে একটি সিন্ডিকেট মহল। লাললমনিরহাট জেলা পুলিশ সুপার এবং ব্যাটালিয়ন (১৫ বিজিবি) লালমনিরহাটের অধিনায়কের জোড়ালো ভূমিকাতে এই সীমান্ত গুলোতে চোরাচালান বন্ধ হবে বলে আমরা আশা করি। নতুন বাংলাদেশে দায়িত্বশীলদের দায়ীত্ব পালন দেখতে চায় সাধারণ জনগন।

জব্দকৃত মালামালঃ

১। ভারতীয় আড়িয়া গরু  ০১টি × ৮০,০০০/-=৮০,০০০/  ২। ভারতীয় আড়িয়া গরু ০৭× ৫৫০০০/= ৩,৮৫,০০০/

যাহার সর্বমোট সিজার মূল্যঃ ৪,৬৫,০০০=/ টাকা।

আটকৃত ব্যাক্তিঃ ০৬ জন

১। মোঃ মকবুল মিয়া  (৫৫) পিতা- মৃত. আহমোদ আলী গ্রামঃ বকশি পাড়া, পৌঃভেলাবাড়ী, থানাঃ আদিতমারী, জেলাঃলালমনিরহাট।

২। শ্রীঃ মনবর বর্মন (৫০), পিতাঃ মৃতঃ ফাগুনা বর্মন, গ্রামঃ মহিসতলী, পৌঃ ভেলাবাড়ী, থানাঃ আদিতমারী, জেলাঃ লালমনিরহাট।

৩। মোঃ সুজন মিয়া(৩৫), পিতাঃ শফিকুল ইসলাম , গ্রামঃ দিঘলটারী, পৌঃদূর্গাপুর, থানাঃ আদিতমারী, জেলাঃলালমনিরহাট।

৪। শ্রীঃবিপুল চন্দ্র (৩৮) পিতা: মৃত: চন্দ্র দেব, গ্রাম: চন্দ্রপাট ময়নাচর, পৌঃ কুমড়ীর হাট, থানাঃ আদিতমারী, জেলাঃলালমনিরহাট ।

৫। মোঃ মনির হোসেন(২২), পিতাঃ আবু বক্কর  সিদ্দিক , গ্রামঃ দুলালি, পৌঃ লোহাকুচি, থানাঃ কালিগন্জ, জেলাঃ লালমনিরহাট।

৬। মোঃ হজরত আলী(৬৫), পিতাঃ মৃতঃ জুনু শেখ, গ্রামঃ দুলালী, পৌঃ লোহাকুচি, থানাঃ, কালিগন্জ, জেলাঃ লালমনিরহাট। 

মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *