৪ এপিবিএন, নিশিন্দারা, বগুড়া পদোন্নতি প্রাপ্ত ০১ জন পুলিশ সদস্যের Rank ব্যাজ পরিধান ও শুভেচ্ছা জ্ঞাপন
গত ১৭ নভেম্বর/২০২৪ খ্রিঃ বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কেন্দ্রীয় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে কনেস্টবল হতে নায়েক পদোন্নতিপ্রাপ্ত দর্শন কুমার রায়’কে ৪ এপিবিএন, বগুড়ার সম্মানিত অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ শহীদ আবু সরোয়ার মহোদয় ও অন্যান্য অফিসারগণের উপস্থিতিতে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের Rank ব্যাজ পরিধান করান এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। আরও উপস্থিত ছিলেন জনাব তাপস সরকার অতিরিক্ত পুলিশ সুপার।
উল্লেক্ষ্য যে, দর্শন কুমার রায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের বাসিন্দা। ২০১৩ সালে নিথক ছায়েদুল হক পাবলিক দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন। নিজের চৌকশতা, দুরদর্শিতা এবং মেধার জোড়ে খুব অল্প সময়ে তিনি এই পদোন্নতি পান।