কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ফুলবাড়ী থানা এলাকা থেকে ফুলবাড়ী শিমুলবাড়ী এলাকার মোঃ মাসুদ রানা (২২), নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন রায়সিংহপুর এলাকার মোঃ শহিদুল ইসলাম @ ফোরকাই (৩৫) ও ফুলবাড়ী নাওডাঙ্গা এলাকার মোঃ সজীব মিয়া (২৩) দেরকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।