জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অপশক্তি ও আধিপত্যবাদীর চোখ রাঙানিকে সরকারের দায়িত্বশীলদের ভয় পেলে চলবে না। সারাদেশের মুক্তিকামী মানুষ সরকারের সঙ্গে আছে।
শুক্রবার চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশী দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। অভিন্ন নদীসহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের অধিকারে হস্তক্ষেপ করছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, সব কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে। এক সময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অব কম্যুনিজম। পরবর্তীতে ইসলামী আদর্শে বিশ্বাসী দুই কিংবদন্তি শ্রমিক নেতা ব্যারিস্টার কুরবান আলী ও ব্যারিস্টার আক্তার উদ্দিন ট্রেড ইউনিয়নে নতুন ধারা তৈরি করেন। ট্রেড ইউনিয়নকে স্কুল অব ইসলামে পরিণত করার চেষ্টা শুরু করেছেন আমাদের পূর্ববর্তী নেতারা। আমাদের পূর্বসুরিরা যে পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেটা বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের পথচলা থামবে না।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আহসান উল্লাহ প্রমুখ