জামালপুরে অস্ত্রসহ আটক ৪

জামালপুরে ইসলামপুরে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- খুসু বেপারী, আব্দুল আহাদ, পাক ব্যাপারী ও মো. তোরকান। তারা সবাই মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। 

জানা যায়, সকালে উপজেলার পৌরসভাধীন বেপারী পাড়া ও সান্দার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তিনটি বাড়িতে তল্লাশি করে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দা, একটি চাইনিজ কুড়াল, চুরিকৃত চারটি ইলেকট্রিক মটর, একটি সাবমারসিবল পাম্প ও ২ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক কারবার ও চুরিসহ বিভিন্ন আভিযোগ রয়েছে। তাদের ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *