চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি মঙ্গলবার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের ওপর শুনানি হবে আগামী মঙ্গলবার।
রবিবার বেলা ১২ টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন শাখার এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে মহানগর আদালতের এক কর্মকর্তা জানান, বুধবার ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ছিল। আজ আদালতের কার্যক্রম শুরু হলে শুনানি বিষয়ে দিন ধার্য হয়। আগামী ৩ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ । প্রায় তিনঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়। 
সেদিন ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এরপর  পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় তিনটি মামলা হয়। আর আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় তিন দিন পর নিহতের পিতা বাদি হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পাশাপাশি আলিফের ভাই খানে আলম বাদি হয়ে যানবাহন ভাংচুর ও হামলার ঘটনায় ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন কোতোয়ালী থানায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *