দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। যেটি পরবর্তী ২৪ ঘণ্টায় আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ফলে দেশের ৩টি বিভাগে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি আজ সকাল ৬টায় একই এলাকায় (৮ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। যা পরবর্তী সময়ে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।