লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত ৪ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা।
মঙ্গলবার বিকেলে উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর দাখিল মাদরাসা মাঠে নগদ ৫০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, লালমনিরহাট জেলার সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহের প্রমুখ।
এর আগে, গত ১১ নভেম্বর উপজেলার আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে একইসঙ্গে চারজন নিহত হন