দিনাজপুরের পার্বতীপুরে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় অর্পন কুমার দাস (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২ নভেম্বর) রাতে পৌর শহরের রামপুরা এলাকার পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অর্পন ওই এলাকার সুমন কুমার দাসের ছেলে।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলামিক পোস্টে অর্পন কুমার তার ব্যবহৃত আইডি থেকে কোরআন শরীফ অবমাননাকর সম্বলিত একটি ছবি দিয়ে কমেন্ট করে। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর মুহূর্তেই উত্তেজিত জনতা শাস্তির দাবিতে তার বাড়ি ঘেরাও করে রাখেন। বিষয়টি বুঝতে পেরে নিজবাড়ি থেকে সটকে পড়ে ভবেরবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় অভিযুক্ত অর্পন।
খবর পেয়ে পার্বতীপুর মলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি টক অব দ্যা পার্বতীপুরে পরিণত হলে চিরুনি অভিযানে নামে থানা পুলিশ। রাত ১২টার দিকে ভবের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এলাকায় থমথমে পরিস্থিতি হওয়ায় সেখান থেকে গ্রেফতার অর্পনকে পার্শ্ববর্তী চিরিরবন্দর থানা পুলিশের কাছে হস্তারন্তর করা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এসপি স্যারের নির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে