পার্বতীপুরে ফেনসিডিলসহ দুই নারী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই নারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাতে পার্বতীপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর আব্দুর রউফ ফোর্সসহ শনিবার রাতে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের প্রবেশ পথের সামনে দুই নারীর দেহ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার চকমোলী ডাঙ্গাপাড়া গ্রামের বুলু মন্ডলের স্ত্রী ইয়ামুন বিবি (৫৫) এবং একই এলাকার চকমুক্তার গ্রামের আবুল হোসেনের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫২)। 
পার্বতীপুর রেল থানার ওসি ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে দুই নারীকে আটকের পাশাপাশি ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *