১২ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

ঘন কুয়াশার মঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরো বাড়িয়ে তুলছে। ফলে দিনাজপুরে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রিতে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ। গতকাল শনিবার একই সময় তাপমাত্রা ছিলো ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। 
এদিকে দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে গরম কাপড়ে আশ্রয় নিতে শুরু করেছে সাধারণ মানুষরা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশে। পড়তে শিশিরবিন্দু, বইছে হিমেল হাওয়া৷ বিভিন্ন হাটবাজারে গড়ে উঠছে হাতের পিঠাপুলির দোকান। আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর সংখ্যাও। মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন শীতার্ত মানুষগুলো। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *