“মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার”

গ্রেফতারকৃতরা হলো-১। রাশেদুল ইসলাম ওরফে রাইস্যা ওরফে বাবু (২৪), ২। মোঃ নাইম (২৩) ও ৩। মনির হোসেন মঞ্জু (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (২৩ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৪:৩০ ঘটিকায় মতিঝিলের এজিবি কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, এজিবি কলোনী এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৪:৩০ ঘটিকায় থানার টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার একপর্যায়ে উল্লিখিত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো।

মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *