১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর ২০২৪খ্রি. পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীতে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা প্রশাসক, চাঁদপুর, জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর, জনাব সৈয়দ মোশফিকুর রহমান, পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল, জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, জনাব মোঃ গোলাম মেহেদী হাসান, জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর, বিভিন্ন সরকারি সংস্থার উর্ধ্বতন কর্মকতাগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।