কুড়িগ্রাম জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলায় ২৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই রয়েছে। আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটিতে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল আজিজ নাহিদকে আহ্বায়ক এবং একই কলেজের ফয়সাল আহমেদ সাগরকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম সরকারি কলেজের আইনুল ইসলাম এবং যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন একই কলেজের মো. সাকিব মিয়া। পাশাপাশি কমিটিতে ২২৭ জন সদস্য রয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *