অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে: ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এ দেশের জনগণের দাবি, আমাদের দাবি, গণতন্ত্রকামী দলগুলোর দাবি অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ যে অরাজকতা চালানোর চেষ্টা কর‌ছে এদেরকে রুখতে প্রয়োজন জনপ্রতিনিধি সরকার।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে ‘নির্বাচনের রোডম্যাপ’ ঘোষণার দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে, তারা দেশের বিভিন্ন আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে এবং ড. ইউনূস এর কাছে দাবিও জানাচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ রিকশাওয়ালা হয়ে আসে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসরা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিলেন। যারা বাকশাল কায়েম করেছে। যারা ব্যাংক লুট করেছে। যারা এ দেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে। অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *