আজ সোমবার (২ ডিসেম্বর) কুড়িগ্রামে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি ৬০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করবেন।
রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা কৃষকদল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আজ দুপুর ২টার দিকে জাতীয়তাবাদী কৃষকদল কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলাধীন মোগলবাসা ইউনিয়নের বৈরাগীর বাজার ঈদগাহ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের ৬০০ কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে। এতে বিএনপির রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন