রংপুর আইজীবী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে সভাপতিসহ পাঁচটি পদে আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক আটটি পদে বিএনপি বাকি চারটি পদ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
সোমবার (২৫ নভেম্বর) সকালে রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২৪-২০২৬) বেসরকারি ফলাফল প্রকাশিত হয়।
এতে সভাপতি পদে সাহেদ কামাল ইবনে খতিব, সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহসভাপতি পদে আবু তাহের, সাধারণ সম্পাদক পদে আফতাব উদ্দিন, সহ-সাধারণ একেএম হারুনর রশীদ ও সুফিয়া খাতুন, কোষাধ্যক্ষ পদে আনোয়ার হোসেন কোরাশি, দফতর সম্পাদক পদে নাজিরা খাতুন বিথি, বারভবন পদে জাহিদুর রহমান ও লতিফুর রহমান, লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে সায়েম সরকার, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে কাওছার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে রবিউল ইসলাম রবি এবং সদস্য পদে তারেকুজ্জামান তারেক, রায়হানুজ্জামান, শাহিনুর ইসলাম স্বপন ও শীতাংশু কুমার মন্ডল নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রংপুর আইনজীবী সমিতির ভবনে সকাল ১০টা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বর্ণিত নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বারের সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রউফ। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদসহ ১৭টি পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা