হাসিনার পতন মানতে না পেরেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে একেক সময় একেক বয়ান তৈরির চেষ্টা করছে মোদির মিডিয়া। শেখ হাসিনার লুটের ২৮ লাখ কোটি টাকার ভাগ বিজেপির কোন কোন নেতা কত টাকা পেয়েছে তা-ও বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে বলে দেবে।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়।

তিনি বলেন, মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও ওনার মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ। সাম্প্রদায়িক বিজেপি শাসকগোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
বিএনপির এ নেতা আরো বলেন, সব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা দেয় বাংলাদেশ। ভারত সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কবজা করার চিন্তা করলে বোকার স্বর্গে বাস করছে। হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *