ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমির শরীফ দখলের ষড়যন্ত্র এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অভিমুখে র্যালি ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) এই কর্মসূচি পালন করার কথা রয়েছে তাদের।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদী।
শরীফ উসমান বলেন, বাবরি মসজিদ ধ্বংসের দিনে আমরা ৬ ডিসেম্বর সাড়ে ৩টায় গুলশান ২ সার্কেলে জড়ো হবো। পরে সেখান থেকে শান্তিপূর্ণ র্যালি নিয়ে ভারতীয় অ্যাম্বাসীর কাছে স্মারকলিপি জমা দেব। কোনো এজেন্সি যদি উসকে দেওয়ার চেষ্টা করে, এবং স্যাবোটেজ করার চেষ্টা করে আমরা তাদের পুলিশে সোপর্দ করব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো মারামারি-হানাহানির দায় ইনকিলাব মঞ্চ নেবে না।
শরীফ উসমান বিন হাদী আরো বলেন, আমরা ছাত্র-জনতাকে আহ্বান জানাতে চাই, যারা ঢাকা ও ঢাকার বাহিরে আছেন তারা জুমার নামাজের পরে গুলশান ২ সার্কেলে চলে আসবেন। বাবরি মসজিদ হত্যার দিবসে ও ভারতের আজমীর দখলের পাঁয়তারা ও সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ র্যালি ও স্মারকলিপি প্রদান করব