ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, পাচার হওয়া অর্থ আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমরা সেই অর্থ ফেরত চাই, যেন আমাদের অর্থনীতি সচল রাখা যায়।
বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারা কুক উপদেষ্টা মাহফুজের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, জুলাই বিপ্লবের আদর্শ ছিল মূলত মর্যাদা। অনেক বছর ধরে বাংলাদেশি জনগণের কোনো মর্যাদা ছিল না। তাই এই বিপ্লবের প্রতি তাদের এক ধরনের আবেগপ্রবণ সংযোগ রয়েছে। আমরা সমতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করেছি।
হাইকমিশনারকে সরকারের জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা এবং নির্বাচনী প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, এটি আমাদের বিপ্লব এবং আমাদের এটি রক্ষা করতে হবে।
হাইকমিশনার অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করেন এবং বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি যুক্তরাজ্যের সমর্থন জানান।
এ সময় হাইকমিশনার কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে, যুক্তরাজ্য প্রতিনিয়ত প্রতিটি দেশের ভ্রমণ নির্দেশনা পর্যালোচনা করে, যা ব্রিটিশ জনগণের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক তথ্য ও পরামর্শ দিয়ে থাকে