আওয়ামী লীগ নেতা তৌহিদুল কারাগারে

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখ্যাতি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আস‍া হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় আমলি আদালত ৫-এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর আদালতে তোলা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এর আগে, গত ২১ নভেম্বর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ও ভানচালক ফারুক বাদী হয়ে মারধর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আটোয়ারী থানায় ২২ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরো ১০০-১৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। এই মামলায় আটোয়ারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আটোয়ারী থানার এসআই শহিদুল ইসলাম।
মামলার এজ‍াহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে মামলার বাদী ও কয়েকজন সাক্ষী বাড়ি থেকে আটোয়ারী উপজেলা শহরের উদ্দেশে বের হন। পরে মামলার আসামিরা তাদের পথরোধ করে কিল-ঘুষি ও চড়-থাপ্পর মেরে বাড়ি পাঠিয়ে দেন।

এর আগে, ২০১৮ সালের ২২ ডিসেম্বর রাত ১০টার দিকে মামলার বাদী ও সাক্ষীরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা বাজারের পশ্চিমপাশে সড়কের ধারে দাঁড়িয়েছিলেন। এ সময় মামলার আসামিরা বাদীসহ সাক্ষীদের বিএনপি নেতাকর্মী দাবি করে লাঠি, চাইনিজ কুড়াল, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করেন এবং বাদীসহ অন্যদের কাছ থেকে টাকা আদায় করে মাটিতে পুতে রাখার হুমকি দেন। একপর্যায়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। এ সময় বাদীর কোমরে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। বাদীসহ অন্যদের এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মামলার বাদীসহ অন্যরা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আত্মগোপনে থাকেন।
আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম বলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি তৌহিদুল ইসলামকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *