বিএনপির কর্মী সমাবেশে হামলা: অর্ধশত আহত

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ফকিরহাট, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার মোল্লাহাট মাদরাসা ঘাটে এ ঘটনা ঘটে।

সমাবেশে উপস্থিত থাকা ইঞ্জিনিয়ার মাসুদ রানা জানান, বিকেলে মোল্লাহাটের গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ শুরু হয়। সেখানে মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন শিকদারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কমপক্ষে ৫০ জন নেতাকর্মী আহত হন। তাদের ফকিরহাট ও অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ মাদরাসা ঘাটে অনুষ্ঠিত হয়। এই কর্মী সমাবেশে জামাল উদ্দিন ও হাফিজুর রহমানের গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *