কুড়িগ্রামের রৌমারীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কৃষক সমাবেশে হামলা চালিয়েছে জামায়াত। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রৌমারী উপজেলা শাখা।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, রৌমারী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলমের সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে জামায়াত সমর্থনকরা বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন উপজেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, সদস্য সচিব মিজানুর রহমান মিনুসহ অন্যান্য নেতারা