আশুলিয়ায় বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া 

সাভারের আশুলিয়ায় ডিস ও ইন্টারনেট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 
রোববার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে আশুলিয়ার বেরুন তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাতে আ.লীগ নেতা কামরুল ইসলামের ডিস ও ইন্টারনেট ব্যবসা দখল নিয়ে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ভুইয়ার ছেলে একাধিক মামলার আসামি জিসান ভূঁইয়ার গ্রুপ ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপি শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের গ্রুপের মধ্যে অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ঘটনা সেনাবাহিনী ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *