যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদারের দিকে। শনিবার বিকেলে ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজু আহমেদকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় মামুন শিকদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, আটককৃত যুবলীগ নেতা রাজুকে থানায় নিয়ে যাওয়ার পথে একটি দল পুলিশের ওপর আক্রমণ চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে জয়দেবপুর থানার এসআই বাহার আলম বলেন, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে। আমরা দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছি।

এদিকে, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কাজের অভিযোগে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে মামুন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ বলেন, মামুন শিকদার সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে লিখিত জবাব না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুবলীগ এবং যুবদল উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
পুলিশ জানিয়েছে, দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *