বিজয়ের মাসের শুভযাত্রায় গোপালগঞ্জে পতাকা মিছিল

মহান বিজয়ের মাসের শুভযাত্রায় গোপালগঞ্জে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রেরণায়-এসো গড়ি বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে রোববার সকাল ১১টায় জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ের সামনে থেকে একটি পতাকা মিছিল বের করা হয়। 

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কের শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু বক্তব্য রাখেন। এ কর্মসূচিতে জেলা ও রঘুনাথপুর ইউনিয়ন শাখা কমিটির নেতা ও শিল্পীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, এদেশে বৈষম্য দূর করতে হলে অবশ্যই গণতন্ত্র দরকার। এজন্য শোষণ মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক সংগ্রাম প্রয়োজন। এ সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *