কুড়িগ্রামে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী চরমোনাই পীরের ইজতেমা ও মাহফিল। আগামী ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ফজরের নামাজের মধ্য দিয়ে কুড়িগ্রামের ধরলা ব্রিজ পূর্বপাড়ের ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে এর কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফজরের নামাজের পর থেকে শনিবার (২১ ডিসেম্বর) ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।
কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী মিনি ইজতেমায় মুজাহিদ কমিটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম উপস্থিত থেকে বয়ান পেশ করবেন। এ ছাড়াও দেশবরেণ্য আলেম-ওলামারা ইজতেমায় নসিহত পেশ করবেন। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরইমধ্যে প্যান্ডেল তৈরি শুরু হয়েছে