বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ

দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১৪১৪ নম্বর ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে সাময়িক বন্ধ হয়েছে কয়লা উত্তোলন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে কয়লা উৎপাদন বন্ধ হয়।

খনি সূত্রে জানা যায়, চলতি বছরের গত ৭ আগস্ট থেকে ১৪১৪ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। গতকাল ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে সাময়িক বন্ধ হয়েছে কয়লা উত্তোলন।
এদিকে, নতুন ফেইস ১৩০৫ হতে কয়লা উত্তোলনের প্রস্তুতিমূলক কারিগরি কাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে উক্ত নতুন ফেইস হতে কয়লা উত্তোলন শুরু করতে আনুমানিক দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়। বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে ৪০২,১৭৩.৪৩ মেট্রিক টন কয়লা মজুদ আছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গড়ে ২০০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। সেই হিসেবে মজুদকৃত কয়লা দিয়ে প্রায় ৬ মাস চাহিদাকৃত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। ফলে ফেইস পরিবর্তন জনিত কারণে ২ মাস কয়লা উত্তোলন বন্ধ থাকলেও স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *